হুইলচেয়ারে বিশ্বভ্রমণে ভারতের হাসান ইমাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

দেশজুড়ে

সেপ্টেম্বর ৫, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

মতিউর রহমান সরকার দুখু

হুইলচেয়ারে বসে বিশ্বভ্রমণে বেরিয়েছে ভারতের বিহার রাজ্যের হাসান ইমাম কোরেশী। তিনি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন।

ভারতের হাসান ইমাম ৭৫০০ কিমি’র অধিক পথ অতিক্রম করে ভারত ভ্রমণ শেষ করেন। এরপর বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশ দিয়ে শুরু করেন তার প্রথম এই ব্যতিক্রমী যাত্রা। গত ২ সেপ্টেম্বর যশোরের বেনাপোল সীমান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে আজ ঢাকা পৌঁছান।

মূলত প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সকল স্থানে অনায়াসে চলাচল করতে পারে এবং সকল সুযোগ-সুবিধা পায় সে বার্তাটি বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হাসানের এই হুইলচেয়ার ভ্রমণ। হাসান বলেন, আমি চাই প্রতিটি ভবন হুইলচেয়ার অ্যাক্সেসেবল(প্রবেশযোগ্য) হোক এবং সবজায়গাতে সিঁড়ির পাশাপাশি র‌্যাম্প স্থাপনের মাধ্যমে প্রতিবন্ধীদের চলাচলের উপযোগী একটি পরিবেশ নিশ্চিত করা হোক। তিনি আরো বলেন, রাস্তায় স্পিড ব্রেকারগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু হওয়ায় হুইলচেয়ার দিয়ে পার হতে সমস্যা হয়। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই আমি চাই পুরো বিশ্ব যেন প্রতিবন্ধীদবান্ধব হিসেবে গড়ে ওঠে সেজন্য আমার এই বিশ্বভ্রমণ। এছাড়া তিনি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন বিদেশে সহজে পড়াশোনা করতে যেতে পারেন সেই লক্ষ্যেও কাজ করছেন বলে জানান।

বিশ্বভ্রমণে হাসান ইমাম একটি থ্রি হুইলার আকৃতির হুইলচেয়ার,একটি ব্যাগ এবং পাসপোর্ট নিয়ে বেরিয়ে পড়েন। কথা বলে জানা যায়, ফেসবুকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে রাতে থাকার এবং খাবার ব্যবস্থা করে থাকেন। এছাড়া হুইলচেয়ারটির সামনে লাগানো একটি সাইনবোর্ডে বিশ্বভ্রমণ সফল করতে আর্থিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *