হরিদাস ঠকুর জন্মভিটা আশ্রমে সংসদ ফিরোজ আহমেদ স্বপনের সংবর্ধনা 

দেশজুড়ে

এপ্রিল ২, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

হাবিবুর রহমান সোহাগ,সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের সোনাই নদীর তীরে  শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠকুর  জন্মভিটা আশ্রমে, সাতক্ষীরা-১  (তালা- কলারোয়া)  সংসদ ফিরোজ আহমেদ স্বপনের সংবর্ধনা প্রদান। মঙ্গলবার ( ২ এপ্রিল)  দুপুর ১২ টায় সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন,শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠকুর কেঁড়াগাছী আশ্রমে পঞ্চম দোলযাত্রা উপলক্ষে   অর্ধ লক্ষ  ভক্ত , পরিচালনা পরিষদ ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আশ্রমে  পরিচালনা পরিষদ  সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১  (তালা -কলারোয়ার) মাননীয় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।
শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠকুর কেঁড়াগাছী জন্মভিটা আশ্রমে প্রাঙ্গনে অনুষ্ঠিত চার দিনব্যাপী আশ্রমে নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে  ধর্মীয়  ভগবত আলোচনা, পদাবলী কীর্ত্তন, ভজন কীর্ত্তন,বাউল সঙ্গীতও  লোকসঙ্গীত  অনুষ্ঠানের  সমাপনী দিনে ফিরোজ আহম্মেদ স্বপনকে  সংবর্ধনা প্রদান করেন, শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠকুর কেঁড়াগাছী জন্মভিটা আশ্রমের পরিচালনা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য সাজিদুল  রহমান খান মজনু, সিডনি আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন লালটু, কেঁড়াগাছি  ইউনিয়নের
চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,
সোনাবাড়িয়া ইউনিয়ন  চেয়ারম্যান বেনজির হেলাল, তালা খলীল নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু,দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মফে, জয়নগর ইউনিয়ন  চেয়ারম্যান বিশাখা তপন শাখা
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না,কলারোয়া  উপজেলা উপজেলা যুবলীগের মাসুম, কলারোয়া  প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপক শেষ্ট,কলারোয়া  বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্যরা, মাননীয় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন সফর সঙ্গি  হিসেবে আসেন।
চার দিনে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে এই আশ্রমে  লক্ষাধিক  ভক্ত  সমাগম হয়। আশ্রমের চার দিকে বিভিন্ন রকমের আলোর সজ্জায় সেজে ওঠেছে হরিদাস ঠাকুরের জন্মভূমি আশ্রম ও নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি ও আনছার অনুষ্ঠানের চার দিন সারাক্ষণ তারা ডিউটি পালন করেন। চোরায় ভাবে যাতে কেও বর্ডার পার না হতে পারে এই জন্য বিজিবি সারাক্ষণ  মন্দির এলাকায় টহল দেই বিজিবি সদস্যরা এবং নদীর পাশ দিয়ে হ্যালোজিন লাইট সারা রাত জালিয়ে রাখা হয়। কমিটির এত সুন্দর আয়জন দেখে আশ্রমে আশা ভক্তরা মুখধো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *