হরতালের প্রভাব নেই রাজধানীতে, বেড়েছে যান চলাচল

হরতালের প্রভাব নেই রাজধানীতে, বেড়েছে যান চলাচল

দেশজুড়ে স্লাইড

নভেম্বর ২০, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ

আজ সোমবার। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো এদিনও রাজধানীতে দেখা যায়নি হরতালের প্রভাব। বরং আগের দিনের চেয়ে বেড়েছে যানবাহন চলাচল। এতে ভোগান্তি কমেছে নগরবাসীর।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই ঢাকার প্রধান প্রধান পয়েন্টে গাড়ির চাপ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাচলও বাড়ছে। যানবাহন বাড়ায় রাস্তায় আগের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের।

এছাড়া গাবতলীসহ রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে যাত্রীদের আনাগোনা। স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে আন্তঃজেলা বাসও ছেড়ে যাচ্ছে। যাত্রীদের চাপ ছিল কমলাপুর রেলস্টেশনেও।

এদিকে, হরতালের নামে বিএনপি-জামায়াতের গাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে টহল দিচ্ছে র‍্যাবের ১৬০টি টিম। একই সঙ্গে সারাদেশে কাজ করছে আরো ৩০০টি টহল টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *