স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই : ইমরান চেয়ারম্যান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই : ইমরান চেয়ারম্যান

দেশজুড়ে

ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির

অবহেলিত জনপদ দোছড়ি ইউনিয়ন সহ বান্দরবান জেলা উন্নয়নের রোল মডেলে রুপান্তর করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি। শিক্ষকদের আদর্শের প্রজ্জ্বলিত শিখা নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নাগরিক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১২ ফেব্রুয়ারী ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান এসব কথা বলেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই : ইমরান চেয়ারম্যান

নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইদ্রিস, দোছড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মুজিবুর রহমান, চিকন ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ, উক্যজাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *