সিআইডি পরিচয়ে সাংবাদিককে তুলে নেওয়ায় জাবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

দেশজুড়ে

মার্চ ২৯, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (২৯ মার্চ) দুপুর ২টায় সংগঠনের দফতর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
সাংবাদিক শামসুজ্জামানের প্রাণঘাতের আশঙ্কা প্রকাশ করে সংগঠনের সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্যা রায় এক যৌথ বিবৃতিতে বলেন, এই ঘটনার মাধ্যমে আমাদের সামনে রাষ্ট্রীয় দমন-নিপীড়নের চূড়ান্ত রূপ উঠে এসেছে।
নেতারা বলেন, মানুষের বাকস্বাধীনতা, লেখার স্বাধীনতা কেড়ে নিয়ে ফ্যাসিবাদী সরকার জনগণের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত এক সংবাদের জেরে বুধবার ভোর ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে তাকে সিআইডি পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *