সুজুকি আন্তঃক্লাব শ্যূটিং প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেলেন সাতক্ষীরার রোহিত

খেলা দেশজুড়ে

ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশন (বিএসএসএফ) আয়োজিত সুজুকি ২৭তম আন্তঃক্লাব শ্যূটিং প্রতিযোগিতা ২০২৪ এ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর পক্ষে সাতক্ষীরার কৃতি সন্তান শ্যূটার সামিউল আলম রোহিত পঞ্চাশ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ঢাকাস্থ গুলশানে অবস্থিত বাংলাদেশ শ্যূটিং কমপ্লেক্সে বিগত ৬ থেকে ১১ ফেব্রুয়ারি-২৪ অনুষ্ঠিত প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন শ্যূটিং ক্লাবের শত শত শ্যূটার ছেলে-মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কঠিন অনুশীলনের মাধ্যমে পঞ্চাশ মিটার এয়ার রাইফেল (পুরুষ) প্রতিযোগী হিসাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে শ্যূটার সামিউল আলম রোহিত নির্বাচিত হয়। সামিউল আলম রোহিত বিকেএসপি’র নবম শ্রেণীর ছাত্র। যার ক্যাডেট নং শ্যূঃ ১৯৫। সে ভবিষ্যতে একজন ভালো শ্যূটার হতে ইচ্ছুক। প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য সে তার সকল শিক্ষক, প্রশিক্ষক, গুরুজন ও শূভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে সাতক্ষীরার শহরের ইটাগাছা এলাকার মৃত শরিফুল আলম ও নাজনীন সুলতানার একমাত্র পুত্র। সে সকলের দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *