সারা দেশে শিশুদের করোনা টিকা দেয়া শুরু

সারা দেশে শিশুদের করোনা টিকা দেয়া শুরু

জাতীয় স্লাইড

অক্টোবর ১১, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ

সিটি করপোরেশনের পর সারা দেশে আজ থেকে কোভিড টিকা শুরু হয়েছে। তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকার আওতায় আনা হচ্ছে প্রায় এক কোটি শিশুকে।

জেলা ও উপজেলাপর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হবে। এ কর্মসূচি ১২ দিন চলবে।

একযোগে দেশের ৪২৭ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

তিনি বলেন, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োঅ্যানটেকের টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে তাদের।

গত ১১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়।

এর পর থেকে এতদিন দেশের সিটি করপোরেশন এলাকায় ৫-১১ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হচ্ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত ৫-১১ বছর বয়সি ১২ লাখ ৫৮ হাজারের বেশি শিশু প্রথম ডোজ নিয়েছে।

বড়দের মতো শিশুদেরও এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েবপোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকা কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *