সাফে ‘ম্যাচ বাই ম্যাচ’ খেলতে চায় বাংলাদেশ

সাফে ‘ম্যাচ বাই ম্যাচ’ খেলতে চায় বাংলাদেশ

খেলা

জুন ২০, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ

আগামী ২১ জুন ভারতে মাটিতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এ আসরকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো ভারতের মাটিতে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার বেঙ্গালুরুর স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

এবারে সাফে প্রথমবারের খেলবে দুটি আমন্ত্রিত দেশ কুয়েত এবং লেবানন। এবারের আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন। প্রথম ম্যাচকে সামনে রেখে জিকো বলেন, ‘লেবানন-মালদীপ-ভুটান র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ চিন্তা করা। বিশেষ করে  ডিফেন্ডার ও গোলকিপারের ওপর অনেক দায়িত্ব থাকবে। প্রতিপক্ষের আক্রমণভাগ ভালো। আমরা যেই খেলি না কেন সেরাটা দিতে হবে। আমি গত সাফে খেলেছি। কিছু অভিজ্ঞতা হয়েছে। দায়িত্ব আরও বেড়েছে। দলের সবাই সেরাটা দিতে পারলে ভালো ফল হবে বলে আশা করছি।’

লেবাননের বিপক্ষে পয়েন্ট নেওয়া সম্ভব মনে করছেন জিকো, ‘লেবানন শারীরিকভাবে শক্তিশালী। ওদের বিপক্ষে  কম্বোডিয়ার চেয়ে বেশি রানিং ও লড়াই করতে পারলে পয়েন্ট পাওয়া সম্ভব। লেবানন ভারতের কাছে হেরেছে। এছাড়া শেষ চারটা ম্যাচ খেলেছে। কিছুটা ক্লান্ত থাকবে। সেই সুযোগটা নিতে হবে।’

ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানিয়ে দিলেন জিকো, ‘দল যদি জেতে, তাহলে সবাই জিতে যাবে। গোলকিপার হিসেবে বড় দলের বিপক্ষে খেলতে হবে। ভালো পারফরম্যান্স করতে হবে। সবগুলো ম্যাচে ক্লিনশিট রাখতে পারলে ভালো হবে।’

আজ অনুশীলন শেষে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বাফুফের মাধ্যমে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দ্বিতীয় দিন ট্রেনিং হয়েছে। টিমের মোরাল অবস্থা আগের চেয়ে ভালো। কম্বোডিয়া ম্যাচে যে ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করছি। কীভাবে আক্রমণে যাবো। ডিফেন্স ব্লক করবো। এই কাজগুলো করেছি আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *