সাতক্ষীরার দেবহাটা থেকে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এইচ এম সুলতান আকবর

বিনোদন

ডিসেম্বর ১৪, ২০২৩ ১:৩৬ পূর্বাহ্ণ

সাতক্ষীরার দেবহাটা ইউনিয়নের বাবুর আলীর ছেলে এইচ এম সুলতান আকবর ২০১০ সালে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। তিনি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের তিন সন্তানের মধ্যে তিনি সবার ছোট।

ঢাকায় এসে তিনি একটি লিফট কোম্পানিতে কর্মময় জীবন শুরু করেন। উচ্চমাধ্যমিক পাশ করার পর তিনি স্বপ্ন দেখতে থাকেন নিজেকে কিভাবে একজন নায়ক হিসেবে গড়ে তোলা যায়। সেই স্বপ্ন লালন করে নানা বাধা বিপত্তি পার করে ২০২২ সালে শুরু হয় তার মিডিয়া জগৎ। এর আগে মিডিয়ার প্রতি তাঁর আকর্ষণ থাকলেও নানা ব্যস্ততার জন্য অভিনয়ে নিজেকে মেলে ধরতে পারেননি।

২০২২ সালের পর তাঁর শুভ সূচনা শুরু হয়। তিনি সম্প্রতি নায়ক হওয়ার জন্য নিজেকে গড়ে তুলতে সময় অতিবাহিত করছেন। তিনি কয়েকটি শর্টফিল্মসহ টিভি নাটকেও অভিনয় করেছেন।  তাকে পার্শ্ব চরিত্রের পাশাপাশি মূল চরিত্রেও অভিনয় করতে দেখা যায়।

তিনি বলেন, আমি অভিনয়টাকে গুরুত্ব দিয়ে নিজেকে মিডিয়ার জন্যই প্রস্তুত করছি। সকলে আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *