সাকিবের বিরুদ্ধে বিষোদগার করলেন শেবাগ

সাকিবের বিরুদ্ধে বিষোদগার করলেন শেবাগ

খেলা স্লাইড

নভেম্বর ৪, ২০২২ ৮:৪৩ পূর্বাহ্ণ

ম্যাচের আগে সাকিব আল হাসান বলেছিলেন, ভারত বিশ্বকাপ জিততে এসেছে, বাংলাদেশ নয়। তাই ভারতকে হারালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অঘটনের জন্ম দেবে।

কিন্তু ম্যাচে দেখা গেল লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ লড়াই করছে বাংলাদেশ।  ভারতের ১৮৫ রানের বড় সংগ্রহ পার করতে ব্যাট হাতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলে বাংলাদেশ। এ সময় বৃষ্টি শুরু হলে বলা হয়েছিল, মাঠে আর বল না গড়ালে বাংলাদেশ ১৭ রানে জিতবে।

কিন্তু বৃষ্টি থামলে মাঠে নেমে ধারাবাহিকতা সেভাবে ধরে রাখতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য ঠিক করে দিলে একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা। শেষ পর্যন্ত মাত্র ৫ রানে হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশের এ হারের জন্য অধিনায়ক সাকিব আল হাসানকে দায়ী করলেন ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ। সাকিবের বিরুদ্ধে বিষোদগার করলেন এ ভারতীও ওপেনার

সাকিবের সমালোচনা করে শেবাগ বললেন, দলকে উদ্ধার করতে না পারলে সাকিবের উচিত তার ফালতু কথা বলা বন্ধ করা।

ভারতের বিপক্ষে সাকিব দায়িত্ব নিয়ে খেলেননি বলেই মনে করেন বিশ্বকাপজয়ী এই ওপেনার।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘অধিনায়ককে দায়িত্ব নিতে হয়। শান্ত আউট হয়ে গেছে, সাকিবও ওই একই ওভারে আউট হলো। তারা দ্রুত তিন উইকেট হারিয়েছে, যদি এখানে একটা জুটিও হতো! এটা এমনও না যে টি-টোয়েন্টিতে আপনার ৫০ রানের জুটি লাগবে। ১০ বলে ২০ রানের জুটি হলেই খেলা বদলে যেতো।’

ভারতের বিপক্ষে জিততে পারলো সেটা হবে অঘটন – সাকিবের সেই মন্তব্যের জের টানলেন শেবাগ।

৪৪ বছর বয়নি সাবেক এই ওপেনার বললেন, ‘আমার মনে হয় অধিনায়ক একটা ব্যাপার মিসও করেছে। তার অভিজ্ঞতা ছিল, দায়িত্ব নিয়ে শেষ অবধি খেলার দরকার ছিল কোহলির মতো। দলকে বিপদমুক্ত করা উচিত ছিল। দলকে উদ্ধার করতে না পারলে ফালতু কথা বলা বন্ধ করা দরকার।’

ভারতের বিপক্ষের ম্যাচে সাকিব তিনে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১৩ রান করে আউট হন। বাংলাদেশ ৩০ বলে ৫২ রানে পিছিয়ে থাকতে ১২তম ওভারের প্রথম বলে আউট হন আফিফ হোসেন। সেই ওভারেরই পঞ্চম বলে ক্যাচ দিয়ে আউট হন সাকিব।  পরের ওভারে ইয়াসির আলী ও মোসাদ্দেক হোসেন আউট হন। অর্থাৎ চার ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *