সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ‘কল্পকথা”র মোড়ক উন্মোচিত হয়েছে

দেশজুড়ে

সেপ্টেম্বর ২৭, ২০২২ ১০:২২ অপরাহ্ণ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ

 সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর রচিত প্রথম কাব্যগ্রন্থ ”কল্পকথা”র মোড়ক উন্মোচিত হয়েছে।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ২০২২) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলে সকাল ১০ ঘটিকায় ”কল্পকথা”র মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করা হয় অপেরা পাবলিকেশন থেকে।

কল্পকথা কাব্যগ্রন্থটির কভার ডিজাইন করেছেন ধ্রুব ইএসএইচ। বইটি কল্পকথা ১ এবং কল্পকথা ২ নামে দুইটি খন্ডে পাওয়া যাবে।
লেখক অধ্যাপক বলেন, লেখালেখির খুব একটা সময় না পেলেও রাস্তায় যাতায়াতের সুবাধে যেটুকু সময় হয় তখনই লেখার চেষ্টা করি। সেই ছোট ছোট চেষ্টার ফলাফল আজকের এই কাব্যগ্রন্থ। আপনাদের অনুপ্রেরণা লেখালেখির জগৎ অগ্রসর হতে আমাকে আরও উৎসাহিত করবে।

বইটি অনলাইনে ফেসবুক পেইজ বই জগৎ এবং অপেরা পাবলিকেশন থেকে সরাসরি পাওয়া যাবে।
উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (কলেজ ও প্রশাসন), অধিভুক্ত সাত কলেজ এবং নরসিংদী সরকারি কলেজ ও ভাষাণটেক সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ।
এছাড়াও ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *