সন্ত্রাসী দল বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে

রাজনীতি

নভেম্বর ২৩, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সন্ত্রাসী দল বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে৷ তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না৷ জনগণ ধরা শুরু করলে ওই সব মুষ্টিমেয় আগুন সন্ত্রাসীরা এদেশে ঠাঁই পাবে না।

শেখ হাসিনা বলেন,কোনো একটি বড় দেশ বিএনপিকে সমর্থন দিচ্ছে দিক, তবে আমার কাছে বাংলাদেশের চেয়ে বড় আর কেউ না৷ দেশের জন্য কাজ করি, কারও তাবেদারি করার জন্য ক্ষমতায় বসিনি। নির্বাচনে অংশ নেবার মত আস্থা-বিশ্বাস নেই বিএনপির৷ তারা কী একটা নেতাও দেশে পেল না, যাকে তাদের প্রধান বানাবে?

তিনি আরও বলেন, খালেদা জিয়ার ভুয়া ভোট মেনে নেয়নি দেশের মানুষ; পদত্যাগে বাধ্য করা হয়েছিল৷ নির্বাচনে অবৈধভাবে জেতার জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নামে, জনগণের সঙ্গে ছিনিমিনি খেলেছে৷ ভোটাধিকার মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ৷

শেখ হাসিনা বলেন, আমরা যখন জনগণের জন্য কাজ করছি, ঠিক তখন আবারও ২০১৩ সালের মত জ্বালাও-পোড়াওয়ের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে তারা নির্বাচনেই আসছে না৷ কারণ তারা জনগণের ওপর আস্থা রাখে না৷ ২০১৪ সালে আত্মবিশ্বাস ছিল না বলেই, জ্বালাও পোড়াও করে তারা নির্বাচনে আসেনি। আবার ২০১৮ সালের নির্বাচন নিয়ে অপবাদ দিলেও কেউ এখন পর্যন্ত অনিয়মের একটি সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি।

চলতি বছরের ২৮ অক্টোবরে দেখেছি, পুলিশ থেকে সাধারণ মানুষ সবার ওপরে তাদের সহিংসতা চলেছে৷ তারা মানুষ মেরে সরকারের পতন ঘটানোর আন্দোলনে নেমেছে৷ ডিসেম্বরে স্কুলের বার্ষিক পরীক্ষা হয়, নির্বাচনের জন্য এগিয়ে দেয়া হলো। অথচ শিক্ষার্থীদের স্কুলে যাওয়া ব্যাহত হচ্ছে এ হরতাল-অবরোধে৷

আওয়ামী লীগ সবসময় চায় দেশে গণতন্ত্র থাক৷ বিএনপিকে সব সুযোগ সুবিধা (আন্দোলন- সমাবেশ) দেয়া হয়েছে, কিন্তু তাদের শাসনামলে আমরা সেটা পাইনি৷ আমরা কখনও তাদের ওপর আক্রমণে যাইনি৷ তাদের কোনো কর্মসূচিতে তো আমরা বাধা দিইনি৷ বিএনপি যখন ভদ্রভাবে কর্মসূচি দিচ্ছিলো, তখন মানুষের সমর্থন পেতে শুরু করেছিলো৷ বিএনপি এটা হিসেবে নিয়েছিলো কিনা, জানিনা৷ তবে যখনই তারা জ্বালাও-পোড়াও শুরু করলো, তখনই তারা জনবিচ্ছিন্ন সন্ত্রাসী সংগঠন হিসেবে জনগণের কাছে বিবেচিত হচ্ছে৷

মনোনয়ন বিক্রি ব্যবসার জন্য হলেও নির্বাচনে আসুক বিএনপি৷ কার কত দৌড় সেটি দেখা যাবে নির্বাচনে৷ এবারের ভোট সুষ্ঠু-নিরপেক্ষ হবে৷ সরকার কোনো হস্তক্ষেপ করলে তার পরিণতি ভালো হবে না৷ যেসব দল নির্বাচনে এসেছে, তাদের সাধুবাদ জানাই৷ যারা আসেননি এখনও তাদেরও বলছি ভোটে আসুন৷ দেশের মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করুন, নৌকার পাশে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *