শ্রীলংকায় সাকিব, খেলার সম্ভাবনা কতটা?

শ্রীলংকায় সাকিব, খেলার সম্ভাবনা কতটা?

খেলা

জুলাই ৩১, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

কানাডায় চলমান গ্লোবাল টি-২০ তে দলকে দারুণ ছন্দে রেখে এসেছেন। তবে সেখানে পুরো টুর্নামেন্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। শ্রীলংকায় চলমান লংকান প্রিমিয়ার লিগে অংশ নিতে কানাডার টুর্নামেন্টকে বিদায় বলেছেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক।

এরই মাঝে শ্রীলংকায় এসে পৌঁছেছেন সাকিব। যোগ দিয়েছেন গল টাইটান্সের সাথে। এমনকি রাতে ডাম্বুলা অরার বিপক্ষে ম্যাচেও দেখা যেতে পারে টাইগার অধিনায়ককে। শ্রীলংকান ক্রীড়া সাংবাদিক দানুস্কা অরবিন্দ তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

লংকান প্রিমিয়ার লিগে আসার আগে কানাডায় দারুণ সময় পার করেছেন সাকিব। সেখানে মন্ট্রিয়েল টাইগার্সের জার্সিতে নেমেছিলেন। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই পেয়েছেন জয়ের দেখা।

চার ম্যাচে ব্যাট হাতে ২৫.৫০ গড়ে ১০২ রান করেন সাকিব। ১৫৪.৫৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। একটা ম্যাচ বাদে বাকি তিন ম্যাচেই ছিলেন স্বরূপে। দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

লংকান প্রিমিয়ার লিগে গল টাইটান্সে সাকিব সতীর্থ হিসেবে পাবেন বাংলাদেশের মোহাম্মদ মিঠুনকে। এছাড়াও এই দলে থাকছেন ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, তাবরিজ শামসি, লাহিরু কুমারাদের মত তারকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *