শিশুদের যেভাবে হজ পালন করাবেন

শিশুদের যেভাবে হজ পালন করাবেন

ধর্ম স্পেশাল

জুন ৬, ২০২৪ ৮:১৬ পূর্বাহ্ণ

হজের মৌসুম চলছে, এই সময় সামর্থবান মুসলমান নর-নারী হজ আদায় করেন। কেউ একাকী, কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার শিশু সন্তানসহ হজ আদায় করতে যান।

শিশুকে কিভাবে ইহরাম পরাবেন?

এ বিষয়ে ফকীহদের গ্রহণযোগ্য বক্তব্য হলো, শিশু সন্তানের পক্ষ থেকে তার পিতা ইহরাম করে নিবেন। শিশুকে ইহরামের কাপড় পরানো জরুরি নয়। সম্ভব হলে পরাবেন অন্যথায় পরাবেন না।
যথাসম্ভব ইহরামের নিষিদ্ধ জিনিস থেকেও তাকে বিরত রাখতে চেষ্টা করবে। প্রয়োজন হলে তাকে সেলাই করা পোশাক পরাতে পারবে এবং ঠান্ডা ইত্যাদি থেকে বাঁচতে তার চেহারা ও মাথা ঢাকতেও পারবেন।

শিশু-বাচ্চার ভুলের কারণে দম ওয়াজিব হবে কি না?

শিশু-বাচ্চা ইহরামের নিষিদ্ধ কোনো কিছু করার দ্বারা তার উপর কিংবা তার অভিভাবকের উপর জরিমানা-দম বা অন্য কোনো কিছু ওয়াজিব হবে না।

অভিভাবক তাকে নিয়ে তাওয়াফ-সায়ী করবে। তবে তার পক্ষ থেকে তাওয়াফের দুই রাকাতও পড়তে হবে না। মিনা, আরাফায় নিজেদের সাথে সাথে রাখবে এবং তার পক্ষ থেকে কংকর নিক্ষেপ করবে। আর তার পক্ষ থেকে দমে শোকর আদায় করতে হবে না।

শিশুর মাথা মুণ্ডন করতে হবে কি না?

ইহরাম ত্যাগ করার জন্য তার মাথা মুণ্ডন করে দিতে হবে।

সূত্র: মানাসিক, মোল্লা আলী কারী ১১২-১১৩, ২৬৩; গুনইয়াতুন নাসিক ৮৩-৮৪; রদ্দুল মুহতার ২/৪৬৬

লেখক: শিক্ষক, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *