শক্তিশালী বাইরাইনকে রুখে দিল বাংলাদেশ

খেলা

সেপ্টেম্বর ১১, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ

শক্তিশালী বাইরাইনকে তাদের মাঠেই রুখে দিল বাংলাদেশ।

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শনিবার গোলশূন্য ড্র করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এ বাহরাইনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট বাংলাদেশ।

শেখ আলি বিন মোহাম্মদ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হয় ম্যাচটি।

মাঠে বাহরাইন দাপট দেখিয়ে খেললেও বাংলাদেশের গোলমুখ খুলতে ব্যর্থ হয়।  বাহরাইনের ৫টির বেশি সুযোগ নস্যাৎ করেছেন সফরকারীরা। ম্যাচে ৬৪ শতাংশ বলদখলে রেখেছিলেন স্বাগতিকরা।

অন্যদিকে দুবার অফসাইডের ফাঁদে পড়ে গোল দিতে পারেনি বাংলাদেশ।  শেষ দিকে বাহরাইন চাপ বাড়ালে বাংলাদেশের রক্ষণভাগকে বড় পরীক্ষা দিতে হয়।  সেই পরীক্ষায় পাশ করতে করতেই শেষ বাঁশি বাজায় রেফারি।  অমীমাংসিতভাবেই শেষ হয় খেলা।

বাংলাদেশের পরের ম্যাচ ভুটানের সঙ্গে ১২ সেপ্টেম্বর। এর পরের দুই ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ সেপ্টেম্বর কাতার ও নেপালের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *