ল্যাপটপ পরিষ্কারের জন্য ঘরের যে কাপড় ব্যবহার করবেন

ল্যাপটপ পরিষ্কারের জন্য ঘরের যে কাপড় ব্যবহার করবেন

লাইফস্টাইল

অক্টোবর ২৯, ২০২২ ৮:১৭ পূর্বাহ্ণ

নির্দিষ্ট সময় পর পর ল্যাপটপ পরিষ্কার করা উচিত। এর জন্য প্রয়োজন ভালো পরিষ্কারক ও কাপড়। কিন্তু সব ধরণের কাপড় ল্যাপটপ পরিষ্কারের জন্য ভালো নয়। তাহলে?

>>নরম সুতির কাপড় বেছে নিন। এতে আইসোপ্রোপাইল লাগিয়ে, তা দিয়ে কিবোর্ড পরিষ্কার করা উচিত।

>>ল্যাপটপের স্ক্রিনও একইভাবে পরিষ্কার করা যেতে পারে। আর কখনো আইসোপ্রোপাইল কিবোর্ডে স্প্রে করা যাবে না। অনেকেই রাবিং অ্যালকোহল দিয়ে ল্যাপটপ পরিষ্কার করেন। এই ভুল না করাই ভালো। এই প্রকার অ্যালকোহল এলসিডি স্ক্রিনের ক্ষতি করে।

কয়দিন পর পর পরিষ্কার করতে হবে

এক বার সাফ করার দুই সপ্তাহ পর থেকে আবার দ্রুত গতিতে জীবাণুর বংশবৃদ্ধি হতে থাকে। তাই দুই সপ্তাহ অন্তর ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ড পরিষ্কার করা উচিত। প্রতিদিন পরিষ্কার করতে পারলে আরো ভালো।

>>ল্যাপটপটি সবার আগে বন্ধ আছে কি না, তা নিশ্চিত করুন।

>>একটা কাগজ পেতে ল্যাপটপটা আলতো করে ঝেড়ে নিন। জমে থাকা ধুলোগুলি পরিষ্কার হবে।

>> কিবোর্ডের ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে কম্প্রেসড এয়ার ক্যান ব্যবহার করুন।

>> এবার সুতি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। খেয়াল রাখবেন কাপড়টি যেন খুব বেশি ভিজে না থাকে। এক্ষেত্রে স্যানিটাইজার ওয়াইপও ব্যবহার করা যেতে পারে। এরপর অবশ্যই শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *