লুট হওয়া চিত্রকর্ম ৫৪ বছর পর উদ্ধার

লুট হওয়া চিত্রকর্ম ৫৪ বছর পর উদ্ধার

আন্তর্জাতিক

জানুয়ারি ২৮, ২০২৪ ৯:৫১ পূর্বাহ্ণ

৫৪ বছর পর লুট হওয়া ১৮ শতকের একটি চিত্রকর্ম উদ্ধার করার তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার জন ওপির চিত্রকর্ম ‘দ্য স্কুলমিস্ট্রেস’ উদ্ধারের বিষয়টি জানায় এফবিআই।

ব্রিটিশ চিত্রকর্মটি ১৯৬৯ সালে ডাকাতরা লুট করে। সংশ্লিষ্টদের ধারণা, ওপির এই কাজটি নিউজার্সির সাবেক আইন প্রণেতার সহায়তায় চুরি করা হয়েছিল এবং তারপরে এটি দক্ষিণ উটাহর শহর সেন্ট জর্জে পৌঁছানোর আগে বছরের পর বছর ধরে বিভিন্ন ডাকাত দলের কাছে ছিল।

এফবিআই বলেছে, ১১ জানুয়ারি ৯৬ বছর বয়সি ড. ফ্রান্সিস উডের কাছে চিত্রকর্মটি ফেরত দেওয়া হয়। তিনি চিত্রকর্মটির আসল মালিক ড. আর্ল উডের ছেলে।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *