রেকর্ডের ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ১৬৬

খেলা

সেপ্টেম্বর ২৬, ২০২২ ৮:০৮ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি রেকর্ড ২০০তম ম্যাচেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ খেলায় ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।

রোববার করাচির জাতীয় স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ৯৭ রান স্কোর বোর্ডে জমা করেন তারা। এরপর ৫৫ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৫ উইকেট। নিয়মিত উইকেট পতনের কারণে সুযোগ থাকা সত্ত্বেও বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান।

রিজওয়ানের ৬৭ বলে ৯টি চার আর এক ছক্কায় গড়া ৮৮ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৬৬ রান করে পাকিস্তান। এছাড়া ৩৬ ও ২১ রান করে করেন বাবর আজম ও শান সামুদ।

সিরিজের প্রথম ম্যাচে ১৫৮ রান করে পাকিস্তান হারে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১৯৯ রান করেও হেরে যায় ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে ২২১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড জয় পায় ৬৩ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *