রিহ্যাব নির্বাচন তফসিল অনুযায়ী যথাসময়ে হবে: হাইকোর্ট

দেশজুড়ে

সেপ্টেম্বর ৪, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ

রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৩-২০২৫) স্থগিত চেয়ে রিট আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্টের অবকাশকালীন দৈত বেঞ্চ। বিচারপতি এস এম মনিরুজ্জামান ও কাজী এবাদত হোসেন এর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ এ আদেশ দেন।

রিহ্যাবের বর্তমান কমিটির প্রথম সহ-সভাপতি কামাল মাহমুদ বাদী হয়ে নির্বাচন স্থগিত চেয়ে এই রিট আবেদন করেন। কামাল মাহমুদ বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেন। সেই অভিযোগের সূত্র ধরে রিট আবেদন করেন। এদিকে রিহ্যাবের সাধারণ সদস্যদের প্রতিক্রিয়ায় জানা যায় কামাল মাহমুদসহ বর্তমান কমিটির সভাপতি ৯ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আছে। এবারও সুযোগ না পেয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে এই রিট করেছে। গত ২০ জুলাই রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচন ( ২০২৩-২০২৫) এর তফসিল ঘোষণা করে নির্বাচন বোর্ড। সে মোতাবেক ৭৬৯ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ইতিমধ্যেই ২৯ টি পদের বিপরীতে পরিচালক পদে ৫২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ৯ অক্টোবর ভোট হবার তারিখ ধার্য করা হয়েছে। সে সময় আদালতে উপস্থিত ছিলেন  ল্যান্ডমার্কস কনসট্রাকশনের এম ডি মোহাম্মদ আলিম উল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *