রামেকে ডেঙ্গু আক্রান্ত হাজার ছাড়ালো

রামেকে ডেঙ্গু আক্রান্ত হাজার ছাড়ালো

দেশজুড়ে স্লাইড

সেপ্টেম্বর ৩, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা হাজার ছাড়ালো।

রোববার সকাল ৯টা পর্যন্ত ডেঙ্গু ওয়ার্ডে ১ হাজার ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩২ জন। মোট পাঁচটি বিশেষায়িত ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর এখন পর্যন্ত রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। রামেকে বর্তমানে মোট ৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে রাজশাহীর স্থানীয় ৬০ জন। ২৪ ঘণ্টায় ২৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গুরোগী আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখনো রোগী বৃদ্ধির হার ঊর্ধ্বমূখী। তবে ডেঙ্গুর সংক্রমণ যেন না বাড়ে সেদিকে ব্যক্তি সচেতনতা আরো বাড়ানো জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *