‘রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী পাকিস্তানের সেনাপ্রধান’

‘রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী পাকিস্তানের সেনাপ্রধান’

আন্তর্জাতিক

মে ১৩, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খানকে ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়। এর পর থেকেই দেশটিতে শুরু হয় ব্যাপক রাজনৈতিক সহিংসতা। ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাপ ছড়িয়ে পড়ে রাজপথে।

গতকাল তোষাখানা মামলায় জামিন পাওয়ার পর আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান দেশের পরিস্থিতির জন্য সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরকে দায়ী করেছেন।

ইমরান খান বলেন- নিরাপত্তা প্রতিষ্ঠান নয়, শুধু একজন মানুষ, সেনাপ্রধান। সেনাবাহিনীতে গণতন্ত্র নেই। দেশে এখন যা ঘটছে তাতে সেনাবাহিনী অপমানিত হচ্ছে।

তিনি বলেন, একজন লোক ভয় পায় যে, আমি যখন ক্ষমতায় আসব তখন তাকে তার পদ থেকে সরিয়ে দেব। কিন্তু আমি এমন কিছু করব না।

এর আগে দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেফতারকে ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণার পরদিন হাইকোর্টের এই আদেশ দেয়।

সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *