রাউলকে ছাড়িয়ে বেনজেমার সামনে এখন কেবল রোনালদো

রাউলকে ছাড়িয়ে বেনজেমার সামনে এখন কেবল রোনালদো

খেলা

ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ

ক্রিস্টিয়ানো রোনালদো ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন আগেই। তবে রাউল গনসালেস ছিলেন নাগালেই। প্রত্যাশামতোই তাকে পেরিয়ে গেলেন করিম বেনজেমা। অবশ্য তার প্রতি কোচের প্রত্যাশার কমতি নেই এখনো। বেনজেমাকে এভাবেই ছুটতে দেখতে চান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) লা লিগায় এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন বেনজেমা। এর মাধ্যমে তিনি পা রাখেন নতুন উচ্চতায়। রাউলের ২২৮ গোল ছাড়িয়ে লিগে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার এখন তিনি।

৫৫০ ম্যাচে যে গোল করেছিলেন রিয়ালের কিংবদন্তি রাউল, বেনজেমা তা ছাড়িয়ে গেলেন ৪২৮ ম্যাচে। লা লিগায় রিয়ালের হয়ে ২৯২ ম্যাচে ৩১১ গোল করে অবশ্য অনন্য উচ্চতায় রোনালদো। তবে বেনজেমা যে শুধুই গোলস্কোরার নন, আগে অনেকবারই তা বলেছেন আনচেলত্তি।

তিনি বলেন, সে শুধু একজন স্ট্রাইকার নয়। সতীর্থদের সঙ্গে খুব ভালো সমন্বয় তার, বক্সের ভেতরে সে সবসময় প্রস্তুত থাকে এবং বল পায়ে রাখতে গোটা দলকে অনেক সহায়তা করে। অসাধারণ এক ক্যারিয়ার কাটাচ্ছে করিম। আশা করি, সে মাদ্রিদে এভাবেই চালিয়ে যাবে। সমর্থকেরাও তাকে এই রূপেই দেখতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *