যে কারণে আইসিজে প্যানেলের ইসরায়েলি বিচারপতির পদত্যাগ

যে কারণে আইসিজে প্যানেলের ইসরায়েলি বিচারপতির পদত্যাগ

আন্তর্জাতিক

জুন ৭, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্যানেলের ইসরায়েলি বিচারপতি অ্যাহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহকভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।

গত ৪ জুন তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ৮৭ বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন। তার শূন্য আসনে ইসরায়েল কাকে নিয়োগ দেবে, তা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছা করলে অন্য দেশের কাউকেও ওই পদে নিয়োগ করতে পারে।

হেগস্থ আইসিজের নিয়ম অনুযায়ী, আইসিজের বিচারক প্যানেলে সংশ্লিষ্ট দেশের কোনো বিচারপতি না থাকলে ওই দেশ তাদের পক্ষ থেকে একজনকে মনোনীত করতে পারে।

বারাক ছিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি। তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান।

এদিকে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, আদালত যত দিন পর্যন্ত ‘বাস্তবভিত্তিক’ থাকবে, তত দিন তার বিচারপতি নিয়োগ করে যাবেন। তারা জানান, এখন পর্যন্ত আদালতের আদেশগুলো ইসরায়েলি বাহিনীর যুদ্ধ লক্ষ্য হাসিলে কোনো ধরনের ক্ষতি করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *