যেভাবে বুঝবে লিভারের রোগে আক্রান্ত কি না, হলে করণীয়

যেভাবে বুঝবে লিভারের রোগে আক্রান্ত কি না, হলে করণীয়

স্বাস্থ্য

এপ্রিল ৫, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে লিভার বা যকৃৎ। নানা কারণে এ অঙ্গটি রোগাক্রান্ত হতে পারে। সেটি বোঝার উপায় কী, তা এক ভিডিওতে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফরহাদ হোসাইন মোহাম্মদ শাহেদ। পরামর্শগুলো তার ভাষায় পাঠকদের সামনে উপস্থাপন করা হলো-

(১) যখন কোনো মানুষের খাওয়ার অরুচি থাকে অথবা বমি বমি ভাব লাগে অথবা পেটে একটু একটু ব্যথা বা পেট একটু ফাঁপা, বাথরুম ক্লিয়ার হয় না; এই ধরনের সিম্পটম যখন একজন মানুষের থাকে, তখন আমরা বলি যে, লিভার অসুস্থ বা তিনি লিভারের রোগে আক্রান্ত হতে যাচ্ছেন।

(২) অনেকের দেখা যায় যে, চোখ হলুদ বা প্রশ্রাব হলুদ। তখন আমরা বলি, উনার লিভারে জন্ডিস যেটা, ওইটাতে আক্রান্ত হতে যাচ্ছেন।

লিভারের রোগে আক্রান্ত হলে করণীয়

তো আমরা প্রাথমিকভাবে বলব যে, যখন এ ধরনের সিনড্রোম থাকবে, তখন ঘরোয়াভাবে আপনাদের কিছু চিকিৎসা আছে, যেমন: চর্বিযুক্ত খাওয়াটা কম খাবেন, পানি বেশি করে খাবেন, তৈলাক্ত খাবার কম খাবেন। প্রাথমিকভাবে এগুলো মেনে চলবেন। এরপর যদি দেখেন যে, না কমতেছে না বা রোগটা আরো বাড়তেছে, তখন নিকটস্থ কোনো লিভার রোগের ডাক্তার দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *