যেদিন বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে

যেদিন বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে

খেলা

ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে সম্প্রতি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ৫৪ বছর বয়সী এই লংকান কোচ আগামী দুই বছর টাইগার শিবিরে হেড কোচের দায়িত্বে থাকবেন।

এদিকে আগামী ১ মার্চ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আসন্ন এই সফরকে সামনে রেখে টাইগারদের দায়িত্বভার বুঝে নিতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হাথুরু।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। প্রথম মেয়াদে প্রায় সাড়ে তিন বছরের মতো জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। তবে ২০১৭ সালের শেষের দিকে আকস্মিকভাবে পদত্যাগ করেছিলেন তিনি।

প্রায় ছয় বছর পর একই ভূমিকায় বাংলাদেশ দলে কোচিংয়ে ফিরছেন হাথুরুসিংহে। দ্বিতীয়বার দায়িত্বে এসে তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এই সিরিজকে সামনে রেখে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। এই দুই ম্যাচের পারফরম্যান্স দেখে শিষ্যদের পরখ করবেন হাথুরুসিংহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *