“যানযটে নাকাল ময়মনসিংহ বাসী- জনজীবনে দুর্ভোগ “

দেশজুড়ে

জানুয়ারি ২১, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

পবিত্র কুমার দাস, 

প্রাচীন শহর গুলোর অন্যতম ময়মনসিংহ শহর। বলা হয়ে থাকে প্রাচীন ইতিহাস ঐতিহ্যের শহর এটি। দিনকে দিন এই শহরে মাথাচড়া দিয়ে উঠছে যানযট সমস্যা। প্রতিদিনই শহরের বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। জন- জীবনে তৈরি হচ্ছে সীমাহীন দুর্ভোগ – নষ্ট হচ্ছে কর্মঘন্টা এবং অর্থ এছাড়াও সৃষ্টি হচ্ছে শব্দ দূষণের মত সমস্যা। সরেজমিনে দেখা যায় – ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থানের ভিতর দিয়ে চলে গেছে রেল লাইন। প্রতিটি ট্রেন আসা যাওয়ার পূর্ব মূহুর্তে ১০/ ২০ মিনিট থেমে থাকতে হয় ক্রসিং এ। যার কারনে তৈরি হয় দুপাশে যানবাহনের সাড়ি। এছাড়াও শহরের ভিতর দিয়ে চলাচল করছে মাত্রাতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, সংকুচিত রাস্তা যার ফলশ্রুতিতে তৈরি হচ্ছে যানযট সমস্যা । বিশেষ করে দেখা যায় দিনের শুরুতে এবং শেষে ছেলে মেয়েদের স্কুলে যাওয়া – আসা, অফিসের সময় তৈরি হয় দীর্ঘ যানযট। কোনো কোনো সময় দেখা যায় ১০ মিনিটের রাস্তা যেতে ১ ঘন্টা বা তারও অধিক লেগে যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গোপা রানী সরকার ও মোঃ আলমগীর শেখ শীর্ষ খবরকে বলেন – আমরা এই শহরে বসবাস করছি সাত/আট বছর যাবত। অতীতের যেকোনো সময় থেকে এখন যানযটের সমস্যা অত্যাধিক। অনেক সময় দেখা যানযটে আমাদের ক্লাস মিস, পরীক্ষা সঠিক সময় উপস্থিত না হওয়ার মত ঘটনাও ঘটে থাকে আবার অনেকেই অতিরিক্ত যানযটে বমি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়। তাই আমরা যানজট সমস্যার দ্রুত সমাধান চাই এবং সুন্দর, সুশৃঙ্খল একটি ময়মনসিংহ নগরী কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *