মেসির কারণেই জনপ্রিয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের লিগ: স্ক্যালোনি

খেলা স্লাইড

আগস্ট ২৯, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ

লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ সারা বিশ্ব। বিশ্বজয়ের পর  যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দিয়েই অসাধ্য সাধন করেছেন তিনি। সেই সঙ্গে বদলে গেছে ইন্টার মায়ামি। কোনো ইতিহাস বা ঐতিহ্য না থাকা ক্লাবটি এখন হয়ে উঠেছে ইতিহাস। প্রথমবারের মত ডেভিড বেকহামের দলকে নিয়ে গেছেন লিগস কাপের ফাইনালে। এমনকি মেসির জাদুর স্পর্শেই এ টুর্নামেন্টের শিরোপাও জিতে নেয় মিয়ামি। এর পর ইউএস ওপেন কাপের ফাইনালেও পৌঁছেছে মিয়ামি।

গত ডিসেম্বরেই যেন সব ‘খারাপ’ জিনিস জীবন থেকে চলে গেছে মেসির। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতালেন। মায়ামিতে যোগ দিয়ে মাত্র ৭ ম্যাচে জিতলেন আরও একটি শিরোপা। যেটা কিনা ক্লাবটির ইতিহাসেরই প্রথম শিরোপা।

এদিকে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যেখানে তিনি গোল করেছেন ১১টি, দল জিতেছে সব ম্যাচ। তবে পরিসংখ্যান একপাশে রাখলেও, মেসিকে দেখে মনে হচ্ছে খেলাটা উপভোগ করছেন তিনি যেটা অনুপস্থিত ছিল পিএসজির জার্সিতে।

এদিকে যুক্তরাষ্ট্রের মেসির যাত্রা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে মেসি খুব ভালো আছে। আমি দেখতে পাচ্ছি সে সুখে আছে। সেখানে সে উজ্জীবিত, যা ভালো বিষয়। কারণ দিন শেষে তাকে ভালো থাকতে হবে। ভালো জায়গায় থাকতে হবে। তার পরিবারও আনন্দে আছে।’

লিওনেল মেসির কারণেই জনপ্রিয়তা পাচ্ছে মেজর লিগ সকার এমন মন্তব্য করেছেন স্ক্যালোনি। তিনি বলেন, ‘লিগে তার উপস্থিতি অবিশ্বাস্য যা তার সতীর্থ ও প্রতিপক্ষ উভয়কে অনুপ্রেরণা জোগায়। খেলার পাশাপাশি মেসি লিগ ও পুরো দেশের ফুটবলকে জনপ্রিয় করে তুলেছে। ইন্টার মায়ামির ম্যাচে দর্শক উপস্থিতি তার প্রমাণ।’

স্ক্যালোনি বলেন, ‘সবাই তাকে খেলতে দেখতে চায়। সে এর মধ্যে অনেক কিছু করেছে এবং আমি মনে করি খেলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো অবস্থায় লিও আছে। বাকিটা তার ওপর নির্ভর করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *