মালদ্বীপে ভূকম্পন অনুভূত

আন্তর্জাতিক

আগস্ট ৩০, ২০২২ ৬:৪১ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ায় আঘাত করা সোমবারের ৫.৯ মাত্রার ভূমিকম্পের প্রভাব মালে সিটিতেও অনুভূত হয়েছে।

মালদ্বীপ মেটিওরোলজিক্যাল সার্ভিসেস (মেট) জানিয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার পাদাং শহর থেকে ১৯৮ কিলোমিটার দূরে ভূমিকম্পের কম্পন মালেতে এক মিনিটের জন্য অনুভূত হয়েছিল।

ফুয়েল সাপ্লাই মালদ্বীপ (এফএসএম) বিল্ডিংয়ের সপ্তম তলায় কাজ করা একজন কর্মচারী বলেন, তিন রাউন্ডের কম্পন ছিল। চেয়ারটাও কেঁপে উঠল। এটা খুব বেশি ছিল না। প্রথমে ভেবেছিলাম আমার মাথা ঘোরাচ্ছে। পরে বুঝলাম এটি ভূমিকম্প।

আবহাওয়া অফিসের পরিচালক আহমেদ রাশেদ গণমাধ্যমে বলেন, সকাল ৯টা ২ মিনিটে মালদ্বীপের রাজধানী মালেতে এ কম্পনের খবর পাওয়া গেছে। ভূমিকম্প প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল।

তিনি বলেন, এটি এত শক্তিশালী ভূমিকম্প ছিল না। সেজন্য শুধুমাত্র উঁচু ভবনে থাকা লোকেরাই কম্পন অনুভব করেছেন। তাছাড়া এই ভূমিকম্পে মালদ্বীপে সুনামির কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, ২০০৪ সালে সুমাত্রায় ঘটে যাওয়া ৯.১ মাত্রার ভূমিকম্প একটি সুনামির সৃষ্টি করেছিল; যাতে মালদ্বীপসহ ভারত মহাসাগরের পার্শ্ববর্তী উপকূল সম্প্রদায়ের ২ লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *