মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে মারামারি, ভিডিও ভাইরাল

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে মারামারি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক

জানুয়ারি ২৯, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

কয়েক মাস আগে নির্বাচন শেষ হয়েছে মালদ্বীপে। জয় পেয়েছে চীনপন্থী মোহামেদ মুইজ্জুর দল। জয়ের পর যদিও চীনকে খুব করে পাশে চাইছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এর মধ্যেই এবার পার্লামেন্টে লেগে গেল হট্টগোল।

রোববার মালদ্বীপের পার্লামেন্টের ভেতরে বিরোধী এমপিদের সঙ্গে মারামারি করতে দেখা যায় মুইজ্জু ও তার জোটসঙ্গী দলের এমপিদের।

পার্লামেন্টের ভেতরে এমপিদের মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একজনকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেন বাকিরা। চুল টেনে ধরেন। পরে বাকিরা এসে তাদের শান্ত করেন।

সান অনলাইনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ওই সময় মালদ্বীপের পার্লামেন্টে বিশেষ অধিবেশন চলছিল। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন নিয়ে এই অধিবেশন চলছিল বলে জানা যায়।

অধিবেশনের সময় মুইজ্জুর মন্ত্রিসভার চার মন্ত্রীর অনুমোদন দেওয়া নিয়ে বিরোধিতা করেন সাবেক প্রেসিডেন্ট মোহামেদ সলিহর দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এমপিরা। তাদের দলের আসন বেশি হলেও মুইজ্জু জোট গঠন করে ক্ষমতায় গেছেন।

মোহামেদ সলিহর দলের এমপিরা বিরোধিতা করার পর তাদের ওপর চড়াও হন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও মুইজ্জুর দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) এমপিরা। এক সময় তাদের মধ্যে লেগে যায় হাতাহাতি। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আনতে হয়েছে অ্যাম্বুলেন্স।

*Viewer discretion advised*

Parliament proceedings have been disrupted after clashes between PPM/PNC MPs and opposition MPs. pic.twitter.com/vhvfCBgQ1s

— Adhadhu (@AdhadhuMV) January 28, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *