মার্কিন নেতাদের পুতিন মোটেই সম্মান করেন না: ট্রাম্প

আন্তর্জাতিক

মে ৩, ২০২২ ৯:২৩ পূর্বাহ্ণ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদমই আমেরিকার নেতাদেরকে সম্মান করেন না। এই সম্মান না থাকার কারণে রাশিয়া সবসময় পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে চলেছে।

রোববার নেব্রাস্কায় এক সমাবেশে দেয়া বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, আমেরিকা তার আমলে যতটা শক্তিশালী ও সম্মানিত ছিল, সম্ভবত আগে কখনো তা ছিল না।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এখন এমনকি অন্য দেশের নেতারা আমরিকার প্রেসিডেন্টকে কল ব্যাক করেন না। গত মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলতে অস্বীকার করেছিলেন। ট্রাম্প সম্ভবত সেদিকে ইঙ্গিত করেছেন।

ট্রাম্প বলেন, আশপাশে কী হচ্ছে সে সম্পর্কে বাইডেনের কোনো ধারণা নেই। সম্প্রতি ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন যেখানে কেউ ছিল না। ট্রাম্প এ উক্তির মধ্যদিয়ে সম্ভবত সে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। ট্রাম্প আরো বলেন, অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন সবসময় পরমাণু অস্ত্র নিয়ে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *