মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক আলোচনা সভা

মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক আলোচনা সভা

দেশজুড়ে

মার্চ ২০, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় টিএমএসএস’র সহযোগিতায় ও আইওএম’র বাস্তবায়নে
উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে
আলোচনা সভায় উপস্থিত ছিলেন

টিএমএসএস এর পরিচালক আব্দুস সলাম,সিনিয়র প্রোগ্রাম এ্যাসোসিয়েট অলম বিশ্বাস,মানবাধিকার কর্মীর বিভাগীয় প্রধান সাহানা আফরোজ খানম, টিএমএস এর ম্যানেজার আমিনুল ইসলাম সহ
ইউপি সদস্য শিক্ষক,বিদেশ ফেরত,মোয়াজ্জিম,সাংস্কৃতিক কর্মীরা এসময় অংশ গ্রহন করেন।

এসময় মত বিনিময় সভায় বক্তারা বলেন, কাজের সন্ধানে অথবা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিদেশ গমন করছেন। এদের অনেকেই দালাল ও প্রতারকের পাল্লায় পড়ে বিপদ গ্রস্থ্য হচ্ছেন। তাই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, সাধারন মানুষকে জনসচেতনতা, ভবিষ্যতে মানুষ মানব পাচার রোধ, অনিরাপদ স্থানে ঢেলে দেয়া প্রতিরোধ করতে হবে। এছাড়াও দক্ষ হয়ে বিদেশগমন করতে হবে অন্যথায় ঝামেলা হতে পারে। আমরা অনেকেই জানি না কীভাবে বিদেশ যেতে হয়। তাই সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে এসব জনবল দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *