মাতামুহুরি নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মাতামুহুরি নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

দেশজুড়ে

আগস্ট ৯, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

সাইফুল মোস্তফা।।

বিগত ৫ দিন ধরে টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি অবনতি হতে থাকে এবং পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ ৯ আগস্ট সকাল ১১ টার দিকে ক্সবাজারের চকরিয়াস্হ মাতামুহুরী নদী থেকে ভাসমান আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত-আনোয়ারা হোসেন (৭০) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকা বলে জানা গেছে।
মৃত্যের বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় মেম্বার কাজল। তিনি জানান, এই বৃদ্ধ লোকটি সকালে পানির স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনেন। পরে লাশের পরিচয় শনাক্ত করি। তারপরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে সব বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *