মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনেও আ.লীগের কার্যালয়ের উপচে পড়া ভিড়

বিনোদন

নভেম্বর ২১, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিনে আজ (মঙ্গলবার) সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন ফরম বিক্রির চতুর্থ দিনের কার্যক্রম সকাল পৌনে ৯টা থেকে শুরু হয়েছে।

আজ (মঙ্গলবার) ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি, দ্বিতীয় দিনে ১২১২টি আর প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *