ভিত্তি ঠিক করেছি বলেই ঈদের ছবি ভালো চলছে: নিপুণ

ভিত্তি ঠিক করেছি বলেই ঈদের ছবি ভালো চলছে: নিপুণ

বিনোদন

জুলাই ১০, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ

এবার ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচ সিনেমা। সেগুলো হলো- প্রিয়তমা, সুড়ঙ্গ, লাল শাড়ি, প্রহেলিকা ও ক্যাসিনো। এরমধ্যে প্রথম দুটি সিনেমা রমরমিয়ে চলছে। বাকিগুলোও মোটামুটি ভালো চলছে।

এদিকে ছবিগুলো ভালো চলায় এর কৃতিত্ব চলচ্চিত্র শিল্পী সমিতিকে দিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নিপুণ আকতার। তিনি বলেন, আগে সিনেমার ফাউন্ডেশন নষ্ট ছিল, দুই বছরে সেই ভিত্তি ঠিক করেছি বলেই বাংলা সিনেমা ভালো লাগছে। সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার, কিছু বয়ে যাচ্ছে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে এসব কথা বলেন নিপুণ।

তিনি বলেন, এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা কাজ করছি।

অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *