‘ভারতের কাছে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল: রিজভী

রাজনীতি

ডিসেম্বর ৩, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ

 

‘ভারতের সমর্থনে আওয়ামী লীগ ১৫ বছর ধরে দেশকে লুটে নিচ্ছে, কেউ ভোট দিতে পারছে না’ অভিযোগ করে রিজভী বলেন, ভারত নিজে একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা সমর্থন করছে বাংলাদেশের বিনা ভোটের একটি সরকারকে। তার মানে তাদের কাছে বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা ও জনগণ কোনো গুরুত্ব বহন করে না। তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল। তারা এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে।

এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

ভারতের ভূমিকার কড়া সমালোচনা করে রিজভী বলেন, যারা পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যা, একচেটিয়া বাণিজ্য এসব নিয়ে প্রতিবাদ করে; ভারত তাদের বৈরী মনে করে। আর যারা তাদের সমর্থন করে, তাদের প্রতি খুশি। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের জনগণকে প্রতিপক্ষ করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে বন্ধু বলে মনে করে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপিসহ প্রধান বিরোধী দলগুলো ছাড়া এই নির্বাচন অংশগ্রহণমূলক হতে পারে না। বিএনপিকে ভাঙার জন্য সরকার নানাভাবে চেষ্টা করেছে, লোভ দেখিয়েছে। তবে নিকৃষ্ট কিছু লোভী ছাড়া কেউ তাদের কাছে যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *