ভবন নির্মাণের উদ্দেশ্যে গাছ কেটে বন উজাড় জাবিতে

ইত্যাদি

নভেম্বর ২, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ

 

জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর নতুন ভবন নির্মাণ করার জন্য রাতের আধারে বিভিন্ন প্রজাতির ৫৬ টি গাছ কাটা হয়েছে কিন্তু গাছ কাটার কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তা বুঝে পায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সুন্দরবন নামক স্থানে গাছগুলো কাটা হয়েছে। এরপরে গাছের প্রধান অংশগুলো ট্রাকে করে বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়।
এদিকে, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে গাছ কাটা হলে সেসব গাছ বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়কে বুঝিয়ে দেওয়ার কথা। তবে গাছ কাটার পর কয়েকঘন্টা পার হলেও কাটা গাছগুলো এস্টেট কার্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে এস্টেট কার্যালয়ের ডেপুটি রেজিস্টার আবদুর রহমান বলেন, ‘গাছ কাটার পরে আমরা সেগুলো এখনো বুঝে পাইনি তবে আইবিএ থেকে বলা হয়েছে আমাদের পরে গাছগুলো বুঝিয়ে দেওয়া হবে।’
এ বিষয়ে আইবিএ এর পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, ‘ গাছ কাটার পরে সেগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের স্টোরে সংরক্ষণ করে রেখেছে আগামী ২/১ দিনের মধ্যে তারা গাছগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দিবে। ‘
এ বিষয় জানতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলমের সঙ্গে মুঠোফোনে এবং টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করে হলে তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *