বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সেনবাগে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা

দেশজুড়ে

সেপ্টেম্বর ১৯, ২০২২ ১:০১ পূর্বাহ্ণ

মো: শিপন মজুমদার,সেনবাগ প্রতিনিধি

নোয়াখালী সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই। ঘটনাটি রোববার  (১৮ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল সাড়ে তিনটার সময় নোয়াখালী সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন এর দিঘির পাড়া গফুর চেয়ারম্যানের বাড়িতে ঘটে।

স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ কল করলে সেনবাগ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসময় ফ্রিজ টিভি, আসবাবপত্র, নগদ অর্থ সহ প্রায় ২০লক্ষ টাকার মতো আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতারপাইয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন, তিনি জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটনাটি ঘটেছে, আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যেকারনে স্থানীয়দের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *