বেগমগঞ্জে ইসকনের উদ্যোগে রথযাত্রার মতবিনিময়

দেশজুড়ে

জুলাই ৪, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী চৌমুহনীর শ্রী শ্রী জগন্নাথ বলদেব,শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে  মতবিনিময় সভা।

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী ইসকন মন্দিরে বুধবার ৩ জুলাই রাত সাড়ে আট টা দিকে চৌমুহনী ইসকন মন্দিরে আগামী ৭/১৫ জুলাই রথযাত্রার উপলক্ষে

শ্রী শ্রী জগন্নাথ বলদেব, শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম বিপিএম, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেল রাজিব আহমেদ,বেগমগঞ্জ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চৌমুহনী পৌরসভার মেয়র, বিনয় কিশোর রায়, তপন মজুমদার, এডভোকেট পাপ্পু সাহা, নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হিন্দু পরিষদের বক্তারা বলেন অতীতে রথযাত্রা উপলক্ষে চৌমুহনীতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বক্তারা প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন আগামী ৭/১৫ জুলাই যেন সুন্দরভাবে আমাদের রথযাত্রা উদযাপন করতে পারি সেদিকে সুদৃষ্টি রাখবেন।

প্রধান অতিথি পুলিশ সুপার বলেন অতীতে হয়তো অনেক ভুল-ত্রুটি হতে পারে আগামী ৭ ও ১৫ই জুলাই রথযাত্রা অনুষ্ঠানে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি ও আমার পুলিশ বাহিনীসহ সাদা পোশাকে বাহিনী থাকবেন।

পাশাপাশি তিনি উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, চৌমুহনী বাজারে ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি ও পরিবহন মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *