বেগমগঞ্জের নরোত্তমপুর ইউপি আওয়ামী লীগের শোক সভায়  এমপি কিরন

দেশজুড়ে

আগস্ট ৩০, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ

রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদ এবং বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ নিহত এবং আহতদের স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মফিজ কোম্পানীর মার্কেট সংলগ্ন মফিজ উল্লাহ মেমোরিয়াল একাডেমির প্রাঙ্গণে যুবলীগ সভাপতি জাফর আহমেদ এর সঞ্চালনায় নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উর্মি, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শামছুল হক শামছু, সহ সভাপতি সফিউল আজম পিন্টু , সহ সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আক্তারুজ্জামান আনসারী , দপ্তর সম্পাদক মো. ইসমাইল হোসেন (মাষ্টার)  ও সহ-দপ্তর সম্পাদক আবদুল গফুর। আলোচনায় বক্তারা বলেন, জাতীয় শোক দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি কলকংময় অধ্যায়। এই শোক দিবস ও শোকের মাসে শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যানে কাজ করে যাচ্ছেন। তাই বেগমগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোয়া লেগেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করার জন্য সবাইকে আহবান জানান। সেই সাথে যারা এইরকম নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। তাই বিবেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তারা।এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোহাম্মদ ছালেহ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মোল্লা , সদস্য রফিকুল ইসলাম ফারুক, সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি খালেদ হোসেন শোভন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ হান্নান সাগর, নুর মোহাম্মদ সোহেল, মোহাম্মদ হোসেন আনোয়ার, সোলাইমান বাবু ও জেলা, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *