বৃষ্টির জলাবদ্ধতা ও গ্যাস সংকটের ভোগান্তিতে জনসাধারণ

দেশজুড়ে

জুলাই ১২, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ

মোঃ ফারদিন সিয়াম:

এ যেন জনজীবনে অস্বস্তির উপস্থিতি। একদিকে যেমন একটানা মুষলধারে ভাড়ি বষর্ণে ডুবে আছে সড়ক,রাস্তা,লেন-রোড দেখা মিলছে জলাবদ্ধতার। অপরদিকে চলছে গ্যাসের সংকট। বাসাবাড়িতে জ্বলছে না চুলা, হচ্ছে না রান্না। খাবারের অভাবে জনসাধারণ ছুটছে পাড়া-মহল্লার অলি গলির দিকে খাবার ক্রয় করে ক্ষুধা নিবারণে প্রচেষ্টা। বিদ্যুৎ খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় গ্যাস সংকটে সমস্যার সমাধানে নিরলস কাজ করে যাচ্ছে এবং খুব শীঘ্রই পূর্বের মতো গ্যাস সরবরাহ হবে ও জনসাধারণকে এই সাময়িক সমস্যার জন্য দু:খিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবস্থাপকগণ।
সড়কে জলাবদ্ধতা সৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
রাজধানীর কিছু সড়ক নিউমার্কেট, সেগুনবাগিচা, গ্রীণ রোড, আজিমপুর, নাজিরা বাজার পানিতে প্রায় ডুবে রয়েছে, থেমে গিয়েছে রিকশা, সিএনজি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্ম-পেশাজীবী মানুষেরা ঘরেই করছেন অবস্থান। চুলা না জ্বলায় পেতে হচ্ছে ক্ষুধার বেগ।
রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় মুদি ও নিত্যপ্রয়োজনীয় বিক্রেতাদের দোকান বন্ধ। নিরুপায় জনসাধারণ তাকিয়ে আছে কখন হবে সমাধান।
কেটে যাবে জলাবদ্ধতা ফিরে আসবে চুলায় গ্যাস, কখন হবে জনজীবন স্বাভাবিক প্রশ্ন জনমনে।
অবর্ণনীয় দুর্ভোগে অস্বাভাবিক জনজীবন, নিরুপায় নগরবাসী।
ঢাকা দক্ষিণ,উত্তর সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জলাবদ্ধতা নিরসণ ও ড্রেনেজ ব্যবস্থায় উন্নয়ন অগ্রগতির বেশ কিছু প্রকল্প নিলেও সহায়ক ভূমিকা অবতীর্ণ হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নগর পরিকল্পনাবিদরা মনে করছেন,
জনগনের অসচেতনতাই জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম মূখ্য কারণ।
রাস্তায় যেখানে সেখানে প্লাস্টিকের বোতল, পলিথিন ও চিপসের প্যাকেট, ইত্যাদি ফেলায় ড্রেনেজ ব্যবস্থার অবণতি ঘটে এবং দেখা দেয় জলাবদ্ধতার।
জনগণের সচেতনতা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের বৃহৎ পরিকল্পনা ও ব্যবস্থাপনাই রক্ষা দিতে পারে সড়কের জলাবদ্ধতার সমস্যা থেকে।
যেখানে সেখানে প্লাস্টিক, বোতল ও পলিথিন ফেলা থেকে বিরত থাকি,
জলাবদ্ধতা নিরসণে সুনাগরিক হিসেবে ভূমিকা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *