বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ

স্বাস্থ্য স্লাইড

এপ্রিল ২৭, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫২৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬১ হাজার ৩৪১ জনে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৩১৬ জন। এতে রোগীর সংখ্যা ৬৮ কোটি ৬৭ লাখ ১১ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭১ হাজার ২৩০ জন। মোট সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯১ লাখ ৯৭ হাজার ৩৯৭ জন।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ফ্রান্স।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত ৩ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৪০৩ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৪৩৪ জন।

ফ্রান্সে একদিনে ভাইরাসটিতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৮৮১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ৪২৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *