বিশ্বকাপের চূড়ান্ত সূচির অপেক্ষায় আইসিসি

বিশ্বকাপের চূড়ান্ত সূচির অপেক্ষায় আইসিসি

খেলা

জুন ১১, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। প্রতিযোগিতার চূড়ান্ত সূচি হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচ।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ জানিয়েছিলেন, ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন সময় ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে। ফাইনালের দু’দিন কেটে গেলেও এখনো বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়নি।

আগামী বিশ্বকাপের সূচির অপেক্ষায় আইসিসি। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে আলাপকালে অ্যালার্ডিচ বলেছেন, ‘আমার মনে হয় আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি।’

তিনি আরো বলেন, ‘এরপর আমাদের অংশগ্রহণকারী দেশ ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করতে হবে। ভালো ইভেন্ট উপহার দেওয়ার জন্য স্বাগতিকদের অনেক দায়িত্ব থাকে। আমরা সব সময়ই স্বাগতিকদের সঙ্গে একত্রে কাজ করি।’

বিশ্বকাপের সূচি প্রকাশে কেন বিলম্ব হচ্ছে, সেটি নিশ্চিত নন অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে অনেক আলোচনার দরকার পড়ে। ভারসাম্য রেখেই তাদের এগিয়ে যেতে হবে।’

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এই ইস্যুতে বিলম্ব হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে খোলাসা করে কিছু বলতে রাজি হননি অ্যালার্ডিচ।

তিনি বলেন, ‘যতক্ষণ না আমি সূচিটা দেখছি, ততক্ষণ আমি অপেক্ষা করছি। আশা করি শিগগিরই কিছু একটা দেখতে পাবো। আমাদের ইভেন্ট দল বিভিন্ন দেশের ইভেন্ট আয়োজন করতে অভিজ্ঞ। নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু করা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *