বিএনপি সহিংসতার পুনরাবৃত্তি করছে: কূটনীতিকদেরকে পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি সহিংসতার পুনরাবৃত্তি করছে: কূটনীতিকদেরকে পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্লাইড

অক্টোবর ৩১, ২০২৩ ৮:৫৬ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির সহিংসতা ও ভাঙচুরের দীর্ঘ ইতিহাস আছে এবং আবারো তার পুনরাবৃত্তি করছে।

সোমবার দেশে অবস্থানরত কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এখন আবার সহিংসতা চালাতে মাঠে নেমেছে। অতীত থেকে তারা কিছুই শেখেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় আমরা হতবাক। তবে অতীতে বিএনপি-জামায়াতের ভয়ংকর সহিংস ঘটনা দেখে আমরা বিস্মিত নই। তারা খুব একটা পরিবর্তন হয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *