বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়ঃ ওবায়দুল কাদের

রাজনীতি

অক্টোবর ৩০, ২০২৩ ৮:৪৮ পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথাকথিত সমাবেশের নামে জনমনে যে আতঙ্ক ছিল, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তা আজ সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবেই একটি সন্ত্রাসী সংগঠন। কানাডার ফেডারেল আদালতে এ পর্যন্ত ৬ বার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভণ্ডুল করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে।

আমরা বারবার বলেছি, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে, আসলে তারা তাদের রাজনীতির সন্ত্রাসী ধারা বাস্তবায়নের জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছিল। তাদের ভয়ংকর রাজনীতির পুরোনো চেহারায় ফিরে আসার সময় নিচ্ছিল, সময়মতো তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।

আন্দোলনের নামে তারা সবই করেছে। ৩০ জন সাংবাদিক আহত হয়েছে। ঘটনা দেখে শুনে সত্যটা লিখতে গিয়ে তারাও রোষানলে পড়েছে। একজন পুলিশকে হত্যা করে লাশের ওপর আবারও হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *