বাংলাদেশবিরোধী বিদেশি ষড়যন্ত্র রুখতে ঐক্যমতে পৌঁছেছে ১৪ দলঃ কাদের

বাংলাদেশবিরোধী বিদেশি ষড়যন্ত্র রুখতে ঐক্যমতে পৌঁছেছে ১৪ দলঃ কাদের

রাজনীতি

ডিসেম্বর ৬, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশবিরোধী বিদেশি ষড়যন্ত্র রুখে দিকে ঐক্যমতে পৌঁছেছে ১৪ দল৷ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে৷ নির্বাচনের মাধ্যমে অপরাজনীতির জবাব দেয়া হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) শরিক দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন বণ্টন এবং গতরাতে অনুষ্ঠিত ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ধানমন্ডিতে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজকালের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জোটসঙ্গীদের চাওয়া এবং তাদের সেই চাওয়া পূরণের বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে৷ জোটসঙ্গীরা দাবি করতেই পারেন, চাইতেই পারেন৷ তবে অ্যাডজাস্টমেন্টটা তো করতে হবে। ১৪ দলীয় নেতাদের সঙ্গে যে সিট শেয়ারিং করবো, সেখানে মূল স্পিরিট হলো নির্বাচনে জিততে হবে৷

জোট নেতাদের সঙ্গে আলোচনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে৷ তবে আসন বণ্টনের চেয়ে ১৪ দলের সঙ্গে মূল আলোচনা ছিল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে৷ ১৪ দলের চেয়ারম্যান তথা শেখ হাসিনার মতামতটাই জানতে চেয়েছিলেন জোট নেতারা৷

১৪ দলের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কোনো ঘাটতি নেই, হবেও না উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা চলছে, আগামীতেও হবে৷ সময় বলে দেবে কী করতে হবে৷ যা কিছু করা হবে তা হবে দেশের স্বার্থে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *