বদলে গেছে হোয়াটসঅ্যাপ, যোগ হলো নতুন ফিচার

বদলে গেছে হোয়াটসঅ্যাপ, যোগ হলো নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি

ডিসেম্বর ২৬, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ চলতি বছরে বেশ বদলে গিয়েছে। প্রায় ২০টিরও বেশি নতুন ফিচার যোগ হয়েছে ২০২২ সালে। ভয়েস কলিং, গ্রুপ চ্যাটকে আরও উন্নত করা হয়েছে। এর পাশাপাশি প্রাইভেসিও জোরদার করা হয়েছে। সব মিলিয়ে ২০২২ সাল মেটার এই মেসেজিং অ্যাপের জন্য বেশ উল্লেখযোগ্য ছিল।

বছর শেষে এক নজরে দেখে নেয়া যাক, ঠিক কী কী পরিবর্তন এসেছে হোয়াটসঅ্যাপে-

হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পরিবর্তন

  • অনলাইন স্টেটাস হাইড: ব্যবহারকারীদের স্ট্যাটাস কে কে দেখতে পাবেন, কে পাবেন না, তা আলাদা করে নিয়ন্ত্রণ করার সুবিধা দেওয়া হয়েছে।
  • গ্রুপ থেকে লিভ: কোনো গ্রুপ থেকে লিভ নিলে আর আগের মতো প্রত্যেকে তা জানতে পারেন না। শুধুমাত্র অ্যাডমিনরাই সেটা জানেন।
  • ভুল করে ডিলিট: ভুল করে কিছু ডিলিট ফর এভারিওয়ান করতে গিয়ে অনেকেই ডিলিট ফর মি করে দেন। সেটা মাথায় রেখেই এবার ৫ সেকেন্ডের মধ্যে ‘আনডো’ করার ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।

কমিউনিটি ফিচার

  • ‘কমিউনিটিস’ ফিচারের মাধ্যমে স্কুল, ক্লাব বা অফিস হিসাবে একাধিক গ্রুপকে এক-একটি সেকশনে ঢুকিয়ে দিতে পারবে। এর ফলে গ্রুপের বিষয়টি আরও সহজ হয়ে যাবে।
  • কমিউনিটিস-এর পাশাপাশি, হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজিংয়ের নতুন ফিচারও চালু হয়েছে। এর মধ্যে অন্যতম চ্যাট পোল তৈরির ফিচার।
  • এখন একটি গ্রুপে সদস্য সংখ্যার উর্ধ্বসীমা ১ হাজার ২৪ জন করা হয়েছে।
  • অ্যাডমিনদের জন্য গ্রুপের কোনো মেসেজ ডিলিট করার ক্ষমতা দেওয়া হয়েছে।

ভয়েস ও ভিডিও কলিং

  • এখন থেকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জন মিলে ভয়েস ও ভিডিও কল করা যাবে। আগে এটি ছিল মাত্র ৮ জন।
  • কলে থাকা ব্যক্তিদের মেসেজ বা মিউট করার ফিচার যোগ হয়েছে।
  • কল লিঙ্ক ফিচারও নতুন যোগ করেছে মেটা। এর ফলে গুগল মিটের মতোই কাউকে আপনার গ্রুপ কলে যোগদানের জন্য সরাসরি লিঙ্ক পাঠাতে পারবেন।
  • কলের মধ্যে ব্যানার নোটিফিকেশন যোগ হয়েছে। কেউ নতুন জয়েন করলে দেখা যাবে।

ভয়েস মেসেজ

  • মার্চে চ্যাট প্লেব্যাকের ফিচার যোগ হয়। অর্থাৎ, অন্য চ্যাট খোলা, সেখান থেকে বেরিয়ে আসা, যা-ই করুন না কেন, আপনি যে ভয়েস মেসেজটা শুনছেন, সেটি ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে।
  • ভয়েস রেকর্ডিংয়ের সময়ে পজ বা রিজিউমের অপশন যোগ করা হয়েছে।
  • ভয়েস মেসেজ পাঠানোর আগে তা নিজে প্লে করে শুনতে পারবেন।
  • ভয়েস মেসেজ তাড়াতাড়ি শুনতে প্লেব্যাক স্পিড বাড়াতে পারবেন।

নতুন ফিচার

  • নিজেকেই নিজে মেসেজ করার ফিচার যোগ হয়েছে। ফলে আপনার বাজারের ফর্দ থেকে প্রয়োজনীয় ছবি, সেখানেই মেসেজ করে রাখতে পারবেন।
  • ফাইল, ফটো, ভিডিও পাঠানোর উর্ধ্বসীমা বাড়িয়ে ২ জিবি করে দেওয়া হয়েছে।
  • অ্যানড্রয়েড থেকে আইওএসে অ্যাকাউন্টের তথ্য ট্রান্সফার করতে পারবেন।
  • মেসেজে ফেসবুকের মতো করেই ইমোজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *