ফের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

ফের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

জাতীয় স্লাইড

জুলাই ২১, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ

টারবাইন ত্রুটির কারণে চার দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে উৎপাদিত বিদ্যুৎ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন চালু হয়। এর আগে, গত রোববার (১৬ জুলাই) টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ।

তিনি বলেন, বন্ধ হওয়ার পর টারবাইন ত্রুটির মেরামতের কাজ শুরু করেন ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা। পরে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের বয়লার ফায়ার করা হয়। এরপর দুপুর ২টা থেকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সঙ্গেই তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচ বার বন্ধ হয়। উৎপাদন শুরু চলতি বছরে প্রথমবার ১৪ জানুয়ারি, দ্বিতীয়বার ১৫ এপ্রিল এরপর ২৩ এপ্রিল, ৩০ জুন ও সর্বশেষ গত ১৬ জুলাই বন্ধ হয় বিদ্যুৎকেন্দ্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *