ফেনীতে ছাত্রদলের মশাল মিছিলে পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের হামলা আহত-১০

দেশজুড়ে

নভেম্বর ২২, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ

 

অবৈধ তফশিল বাতিল ও আগামীকাল থেকে টানা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে ফেনী জেলা ছাত্রদল গতকাল রাত ৮টার দিকে তাকিয়া রোডে একটি মশাল মিছিল বের করেন। ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক এম মোর্শেদ এ মশাল মির্ছিলের নের্তৃত্ব দেন। তখন তারা তাকিয়া রোডে অবরোধ, অবরোধ বলে স্লোগান দিতে থাকে এবং ব্যবসায়ীদেরকে অবরোধে দোকান পাট বন্ধ রাখার আহবান জানান। পরে তারা মশাল মিছিল নিয়ে কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে গেলে তখন শহরের বাঁশপাড়ায় অবস্থানরত যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে বিক্ষোভকারীদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। মুহুর্তেই পুরো শহরে ককটেল বিস্ফোরণের শদ্বে প্রকম্পিত হয়ে যায়। সাধারণ মানুষ ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে চলে যায়। এদিকে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, অবরোধের সমর্থনে তারা মশাল মিছিল নিয়ে বড় মসজিদের সামনে গেলে বাঁশপাড়া থেকে সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বেরিয়ে এসে তাদের নেতাকর্মীদেরকে ওপেন গুলি করে। এসময় তাদের ১০ জন নেতাকর্মী আহত হয়। তখন এসব সন্ত্রাসীদের সাথে পুলিশও ছিল। তিনি বলেন, ধমন,পীড়ন করে প্রশাসন এবং আওয়ামীলীগ, যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে শেষ করে দেয়ার চিন্তা ভাবনা করছে, তারা একত্রিত হয়ে আমাদের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করছে। আমরা বলতে চাই, এসব হামলা,গুলি করে বিএনপির নেতাকর্মীদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আমরা অধিকার আদায়ের জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ইনশাআল্লাহ।
এদিকে মশাল মিছিলে হামলায় ছাত্রদলের কারা আহত হয়েছে তাদের নাম জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *