ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজারে দাঁড়িয়েছে

দেশজুড়ে

নভেম্বর ২০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

৪৪তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। হামাসকে নির্মূল করার নামে তারা গাজায় স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা ১৩ হাজার অতিক্রম করেছে। এছাড়া আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের মধ্যে ৫৫০০ শিশু ও ৩৫০০ নারী রয়েছেন।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ চলাকালে তাদের ১২০০ লোক নিহত হয়েছে। যদিও শুরুতে তারা নিহতের সংখ্যা ১৪০০ জানালেও পরে তা কমিয়ে ১২০০ জানায়। এছাড়া এ যুদ্ধে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন।

গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গতরাতে স্থল অভিযান ও গাজায় তাদের হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *