প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দেশজুড়ে

জুলাই ২২, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

গতকাল ২১ জুলাই দৈনিক কক্সবাজার পত্রিকায় প্রকাশিত “রামুতে রাতের আঁধারে শতাধিক সুপারী ও কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ” সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নেই,আমি এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে।

আরো বলা হয়েছে, “এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে তার বাগানে (৩) বছর আগে রোপন করা শতাধিক সুপারী, কলা গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ কেটে দেয়”, যা সম্পূর্ণ শাক দিয়ে মাছ ডাকার মতো অবস্থা, এই ঘটনার সাথে আমরা কেউ জড়িত নয়, এই ঘটনাটি সম্পূর্ণ ভুয়া মিথ্যা ও বিত্তীহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

মূলত বিষয় হচ্ছে, আবুল মনছুরের সাথে আমাদের পারিবারিক কিছু জায়গা নিয়ে সমস্যা চলছিল, ওই সমস্যা সমাধানের জন্য আমরা কোর্টে কয়েকটা অভিযোগ করি, ও কোর্টে মামলাও হয়, এবং জায়গার সমস্যার মামলাটি চলমান আছে, তাই আবুল মনছুর আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসলেও আমাদের কিছু করতে পারছে না দেখে, আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করার জন্য আবুল মনছুর নিজে মানুষ ভাড়া করে রাতের আঁধারে গাছ কেটে আমাদের ফাঁসিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে।

মনগড়া মিথ্যা সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিক ভাইদের বিনীত ভাবে অনুরোধ করছি।
এই মিথ্যা ও মনগড়া সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
নাম: নুরুল আলম
পিতা: মৃত: আহমদুর রহমান
সাং: মধ্যম মেরংলোয়া রামু কক্সবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *